বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।’
বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি।
৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ দেশ আমাদের অহংকার।
একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গতব ছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম। কিন্তু ড. ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এ দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে।
আওয়ামী লীগকে ছোট করা জন্য বাঙালি জাতির অহংকার, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে।’
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।’ এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি।
দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে।
দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, আমরা এ জন্য ক্ষমাপ্রার্থী।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে।
অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন।’
parallax ad
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ
ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় জনগণ
শেখ হাসিনার বিরুদ্ধে গুম-ক্রসফায়ারের অভিযোগ বিএনপির
শেখ হাসিনার বিরুদ্ধে গুম-ক্রসফায়ারের অভিযোগ বিএনপির
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ
ক্রসফায়ারে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ক্রসফায়ারে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
সারাবাংলা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ২০:৩৭
নলডাঙ্গায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নাটোর প্রতিনিধি
নলডাঙ্গায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রতীকী ছবি
নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক রাজিব হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার (১১ জানুয়ারি) নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রলির সহযোগী রনজু (২৫) আহত হয়েছেন।
রাজিব তেলকুপি আব্দুর রাজ্জাকের ছেলে।
রনজু একই গ্রামের আশরাফের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে মনোয়ার নামের যাত্রীবাহী বাস মাধনগর যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজিব ও রনজু আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সেখানে রাজিবের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যাত্রীবাহী বাস জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সারাবাংলা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ২০:১৪
চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ আয়োজন, অতঃপর…
জামালপুর প্রতিনিধি
চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ আয়োজন, অতঃপর…
সংগৃহীত ছবি
কৃষকের গরু চুরি করে কর্মী-সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতির বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সুমন মিয়া (৪০) ও কসাই বজলুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, গরু চুরির ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে।
আরো পড়ুন
ড. ইউনূসকে হুঁশিয়ারি নয়, শেখ হাসিনার ভিডিওটি নিয়ে যা জানা গেল
ড. ইউনূসকে হুঁশিয়ারি নয়, শেখ হাসিনার ভিডিওটি নিয়ে যা জানা গেল
জানা যায়, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিক লায়লা খাতুন ইতি।
এদিকে, গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এফাজ উদ্দিনসহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান।
সেখানে গিয়ে মালিক এফাজ উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কসাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান।
পরে দলীয় কর্মী-সমর্থকদের ভুরিভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাংবাদিকদের জানান, মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বিষয়টি আমরা শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, গরুটির মালিক এফাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাবাংলা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ১৯:৫৪
হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সড়ক ছাড়লেন অবরোধকারীরা
ফরিদপুর প্রতিনিধি
হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সড়ক ছাড়লেন অবরোধকারীরা
সংগৃহীত ছবি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ওবায়দুর রহমান খান (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে ওবায়দুরের লাশ নিয়ে কানাইপুর বাজারে আসলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন অবরোধকারীরা।
এর আগে শুক্রবার বিকেলে কানাইপুর বিসিক শিল্পনগরী এলাকায় মমতাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল কিনতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ওবায়দুরকে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে জখম করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় রাত ৯টার দিকে ওবায়দুর খান মারা যান।
নিহত ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ওবায়দুরের এক আত্মীয় পুলিশে চাকরি করেন। সেই সুবাধে পুলিশের সাথে তার উঠা-বসার সম্পর্ক ছিল।
আর খাজা ও তার লোকজন নিয়ে কানাইপুর এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে বেড়ায়। খাজাকে গ্রেপ্তার করতে ওবায়দুর পুলিশকে কয়েকবার সাহায্য করেছিল। খায়রুজ্জামান খাজা তাকে (ওবায়দুরকে) প্রতিপক্ষ মনে করতো। খাজা তাকে নিজের বশে নিতে না পারার কারণেই ওবায়দুরের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
শনিবার দুপুরে ময়নাতদন্তের পর ওবায়দুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোছা. তাহিরা জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তার মাথা ও চোখে মারাত্মক আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া বাঁ পা ভাঙাসহ শরীরে আরো ইনজুরি ছিল।
এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
এ বিষয়ে খায়রুজ্জামান খাজার ভাই কানাইপুর ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘শুনতে পেরেছি কানাইপুরে ওবায়দুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে ‘ এ হত্যকাণ্ডে তার ভাই জড়িত আছে কি না জানতে চাইলে আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে বলতে পারি না।’
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘শনিবার দুপুরে ময়নাতদন্তের পর ওবায়দুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্বজন ও স্থানীয়রা কানাইপুর বাজারে বিক্ষোভ করে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সারাবাংলা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ১৯:৪২
লামায় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি : কালের কণ্ঠ
বান্দরবানের লামায় দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) লামা কুটুমবাড়ী রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আগে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ূয়া।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবে সাবেক সভাপতি রুহুল আমিন, জি টিভির বিশেষ প্রতিনিধি মোৱ. ফরিদ উদ্দিন, লামা পূর্বকোণের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলীকদম যুগান্তর প্রতিনিধি জয়দেব। এ ছাড়া লামায় কর্মরত সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রিয়দর্শী বড়ূয়া বলেন, সত্য সংবাদ পরিবেশনায় নানা বৈষম্য-অসংগতি তুলে ধরার ক্ষেত্রে কালের কণ্ঠের ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরো বলেন, কালের কণ্ঠ বেনজীরদের অনিয়ম-দুর্নীতির তথ্য প্রকাশ করেছে।
এভাবে বিগত ১৫ বছরে পুলিশ প্রধানের অনিয়মের চিত্র কালের কণ্ঠর মতো করে আর কোনো সংবাদমাধ্যমকে প্রচার করতে দেখিনি। সেই সময়ে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে কালের কণ্ঠের এমন সংবাদ দুঃসাহসিক কাজ।