সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কিংবদন্তি অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। একসময় ২২ গজ দাপিয়ে বেড়ানো এই অধিনায়ক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতর্কিত অবস্থানের কারনে বেশ কিছুদিন ধরেই এক প্রকার লোক চক্ষুর আড়ালেই রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পরেছে যে মারা গেছেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

বিষয়টি ইতোমধ্যে গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এমন তথ্যে ভক্ত-সমর্থকদের মনে যেমন সন্দেহের সৃষ্টি করেছে একইসাথে অনেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে দাবি করা হচ্ছে, দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই তারকা।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপরই মাশরাফির নড়াইলের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও বিভিন্ন সময়ে হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মাশরাফির বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে।

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও এখনো দেখা যায়নি তাকে। তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে সত্যিই কি মারা গেছেন প্রিয় ম্যাশ?

এমন তথ্যে অনেকটাই দ্বিধা-বিভক্ত ম্যাশ ভক্তরা। এমনকি মাশরাফির মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে রীতিমতো টক অব দ্য টাউন। তবে এ প্রসঙ্গে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার জানিয়েছে, মাশরাফির মারা যাওয়ার গুঞ্জনটি সত্য নয়। তাছাড়াও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই খবরটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানারের অনুসন্ধানী দল।