নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (১৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা জানান তিনি।
নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন কিনা জানতে চাইলে নুর বলেন, ‘আমি গত ১১ দিন দেশের বাইরে ছিলাম। ঐ সময় টেলিভিশনে একজন ছাত্রনেতা বলেছিলো যে নুর ভাই আমাদের সাথে আসবে। হ্যা, আমি ওদের সাথে আছি। কারণ ওরা তো আমার জুনিয়র। আমাদের রাজনৈতিক সহকর্মী। আমরা একসাথে রাজনীতি শুরু করেছি। এখনও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করি। বাংলাদেশের মানুষ যে একটি বিকল্প রাজনীতি চাচ্ছে, দুই-এক জন নেতা দিয়ে সেই রাজনীতি হবে না। সরকার চালাতে হলে, একটা বড় পলিটিক্যাল পার্টি করতে হলে, অনেক নেতার প্রয়োজন হয়। কাজেই আমরা যারা সমন্বয়ক আছি, আসো সকলে একসাথে কাজ করি।’
নুর বলেন, ‘নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার তো প্রশ্নই উঠে না। কারণ এখন পর্যন্ত তো এই পার্টির রেজিস্ট্রেশনই হয় নাই। রেজিস্ট্রেশনের পরে দল এবং মার্কাকে পরিচিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়ে রয়েছি, যে সময়টায় মানুষ রাজনীতিতে আসা ছেড়ে দিয়েছে, সেই সময়ে, এখনকার তরুণ প্রজন্মকে আমরা পলিটক্যালি মোটিভেট করে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি। তারপর নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। মোটকথা তারা আন্দোলন-প্রতিবাদের মধ্যেই ছিলো। যার ফলে আজকের এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা পুরানো পলিটিক্যাল স্কুল থেকে বের হয়ে আসতে চাই। আমরা একটা নতুন স্কুল শুরু করতে চাই। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই চিন্তা-ভাবনা আছে।’
বাংলাদেশে এতদিন দ্বিদলীয় রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক রাজনীতিতে বিভিন্ন জোট হয়েছে। তবে এখন পরিবেশ ভিন্ন। মানুষ আগের থেকে বেশি সচেতন হচ্ছে রাজনীতি নিয়ে। এই সরকার কতদিন থাকে তার উপর আগামীর রাজনীতির মেরুকরণ নির্ভর করবে বলে ধারণা করছেন নুর।
সূত্র: জনকণ্ঠ