মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু আছিয়া। জানা গেছে শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা মিলে শিশুটিকে ধর্ষণ করেছে। দ্রুত বিচারের দাবিতে প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হলে দুই আসামীই গ্রেফতার হয়।
শিশুটি এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কয়েকটি অপারেশন হয়েছে, তবে এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার জানিয়েছে সে আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। শিশুটির গোপণাঙ্গগুলোতে মারাত্মক জখম দেখা গেছে।
ধর্ষকরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে। যারা চলাফেরার মতো অবস্থায় নেই। শিশুটির শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি।
জানা যায়, ধর্ষণের পরে গলায় গামছা পেচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো। ফলস্বরূপ তার গলায় কালো দাগ রয়েছে। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়েছিলো।