গ্রেফতারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করলেন কেন্দ্রীয় নেতার

আন্তর্জাতিক: সরকারি বাসভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি দিল্লি চাণক্যপুরী এলাকায় বরাদ্দকৃত সরকারি বাসভবনে বসবাস করতেন। শুক্রবার (৭ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

পুলিশ জানিয়েছে, ওই কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তার মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। ৩৫ থেকে ৪০ বছর বয়সী রাওয়াত মারা যাওয়ার সময় তার মা বাড়িতে ছিলেন। তবে তার স্ত্রী দুই সন্তান দেরাদুনে থাকেন। এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার সকালে নয়াদিল্লিতে মারা গেছেন। মন্ত্রণালয় তার পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।’

এতে আরও বলা হয়, ‘এই শোক ও অসুবিধার সময়ে মন্ত্রণালয় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।’

সূত্র: Channel 24