মা-ছেলের আলিঙ্গন, ফেসবুকে আজহারীর আবেগঘন পোস্ট

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করতে তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সাত বছর পর মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা-ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

এদিকে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

radhuni

তিনি লেখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

এই সফরে চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন।

বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর ৭ বছরের মধ্যে তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।