বিয়ের আলোচনার মাঝেই নতুন সুখবর দিলেন তাহসান

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

বিয়ের আলোচনার মাঝেই নতুন সুখবর দিলেন তাহসান

এদিকে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো।

তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেছে। চারদিকে বিয়ে নিয়ে যখন এত আলোচনা ঠিক তখনই তাহসান ভক্তদের জন্য এলো নতুন সুখবর।

radhuni

সবশেষ গেল বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের ‘ভুলে যাব’ শিরোনামে একটি গান। যেটির দৃশ্যধারণ করা হয়েছে হলিউডে। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গান নিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্প শোনাবেন তাহসান খান।

বিয়ের আলোচনার মাঝেই নতুন সুখবর দিলেন তাহসান

জানা গেছে, তাহসানের নতুন গানের শিরোনাম ‘একা ঘর আমার’/ (Lonely Home)। স্যাড রোমান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

‘একা ঘর আমার’ গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে অভিনয় করেছেন শিল্পীদ্বয় নিজেরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মিত গানটি সোমবার (০৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’র স্বত্ব কিনেছে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেই শো দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছেন তাহসান। এই আয়োজনের সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন এই সংগীতশিল্পী-অভিনেতা। এর শুটিং শুরু হয়েছে গেল বছরের ডিসেম্বরের শুরুতে। এ নিয়েও ব্যস্ততা রয়েছে রয়েছে তাহসানের।