সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
বিছানায় সঙ্গীকে খুশি করার জন্য, যৌন মিলন উপভোগ করার জন্য ডায়েটের উপর নজর দিন।
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
দাম্পত্যে বা লিভ ইনে শরীরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ৷ কিন্তু শারীরিক সম্পর্কের কিন্তু শর্ত আছে৷ সেগুলি পালন করলে সম্পর্ক মধুর হয় সব দিক থেকেই৷ তাই যদি সঙ্গীকে বিছানায় হারাতে চান আর শারীরিক সম্পর্কের মুহূর্ত মসৃণ করে তুলতে সে সব শর্ত পালন করা প্রয়োজনীয়৷ বিছানায় সঙ্গীকে খুশি করার জন্য, যৌন মিলন উপভোগ করার জন্য ডায়েটের উপর নজর দিন। তাই শারীরিক মিলনের আগে কিছু খাবার বর্জন করা বাঞ্ছনীয়৷ আজ সেই খাবার গুলি নিয়ে আলোচনা করবো।
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
ফুল কপিঃ শারীরিক সম্পর্কের আগে ফুলকপি খাবেন না৷ এই সব্জিতে কমপ্লেক্স শুগার প্রচুর থাকার ফলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে৷ এই কমপ্লেক্স শুগার পরিপাক করাতে গিয়ে শরীরে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়৷
আরও খবরঃ শীতকালে ত্বককে চনমনে রাখার ৯টি সহজ টিপস!
পপকর্ন : পপকর্নে প্রচুর ক্ষতিকর রাসায়নিক আছে৷ এর প্রভাবে পুরুষদের দেহে টেস্টোটেরন হরমোনের মাত্রা কমে যায়৷ ফলে কমে যেতে পারে স্পার্ম কাউন্টও৷
চা-কফি: অত্যধিক পরিমাণে চা-কফি এড়িয়ে চলুন। এতে প্রচুর পরিমাণে ক্যাফেইন রয়েছে। ক্যাফেইন শরীরকে দ্রুত পরিশ্রান্ত করে দেয়। এটি যেমন অনিদ্রার সমস্যা বাড়ায়, তেমনই সেক্সের প্রতি অনীহা তৈরি করে।
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
এর প্রভাবে পুরুষদের দেহে টেস্টোটেরন হরমোনের মাত্রা কমে যায়৷
ভাজাভুজি: এই ধরনের খাবার অত্যধিক পরিমাণে ট্রান্স-ফ্যাট রয়েছে। এগুলো দেহে রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে। ভাজাভুজি খেলে মহিলাদের কাছে সেক্স ব্যথাদায়কও হতে পারে। আবার পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কমতে পারে, যা জেরে সেক্সের প্রতি আগ্রহ কমতে পারে কিংবা বিছানায় সঙ্গীকে খুশি করতে পারবেন না।
আরও খবরঃ শীতকালে ত্বককে চনমনে রাখার ৯টি সহজ টিপস!
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
কোল্ড ড্রিঙ্কসও এড়িয়ে চলা উচিত যৌন সম্পর্কের আগে৷
কোল্ড ড্রিঙ্ক ও চিজ: কোল্ড ড্রিঙ্কসও এড়িয়ে চলা উচিত যৌন সম্পর্কের আগে৷ চড়া মাত্রায় ক্যাফেইন থাকার কারণে খাওয়া চলবে না এনার্জি ড্রিঙ্কও৷ চিজ আমরা অনেকেই ভালবাসি৷ পিজ্জা ও পাস্তায় চিজের প্রলেপ লোভনীয়৷ কিন্তু পেট ফাঁপা, গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে চিজের প্রভাবে৷
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
সঙ্গীকে বিছানায় হারাতে চান? তাহলে সেক্স করার আগে একদম খাবেন না এই খাবারগুলি
অ্যালকোহল আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়
অ্যালকোহল: নেশার ঘোরে যৌনতার মেতে ওঠার ইচ্ছে? মারাত্মক ভুল করছেন। অ্যালকোহল আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়। আবার অত্যধিক পরিমাণে মদ্যপান করলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং হ্যাংওভার তৈরি হয়। এই সময় সেক্স না করাই ভাল।
তাই যদি সঙ্গীকে বিছানায় হারাতে চান ও সঙ্গীকে খুশি রাখতে সঙ্গে বিছানায় আপনার শাসন বজায় রাখতে সেক্স করার আগে এই সব খাবার এড়িয়ে চলাই ভাল।