আকাশে উড়ল সেই জুলহাসের বানানো বিমান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকার কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস। ২০১৪ সালে এসএসসি পাস করে চাকরিতে চলে যান। কিন্তু তার প্রতিভা দমে যায়নি। বিমানে ওঠার ইচ্ছা থাকলেও সে ইচ্ছা পূরণ হবে না ভেবে নিজেই প্লেন তৈরি করে একদিন এতে উড়বেন স্বপ্ন দেখতে থাকেন।

শুধু স্বপ্ন নয়, তা পূরণে চেষ্টাও চালিয়ে যান। ইউটিউব দেখে আর নিজের মেধা কাজে লাগিয়ে মাত্র দেড় লাখ টাকা খরচে প্লেন তৈরি করে স্বপ্ন পূরণ করলেন তিনি।
প্রায় চার বছরের চেষ্টায় একটি প্লেন তৈরি করেন জুলহাস। গতকাল নিজের তৈরি বিমানটি চালিয়ে ও এতে উড়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন।

বিমানটি ভূমি থেকে প্রায় ৩০ ফুট উঁচু দিয়ে প্রায় ১ কিলোমিটার পথ ওড়ান জুলহাস।
সাধারণ যন্ত্রাংশ দিয়ে প্লেনটি তৈরি করেন জুলহাস। এ বিষয়ে জুলহাসের মা বলেন, ‘আমার ছেলের তৈরি প্লেন দেখতে চরে কত লোক এসেছে। আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারব না।

’ কথা বলতে বলতে আনন্দে তাঁর চোখে জল এসে যায়।
এলাকাবাসী জানান, জুলহাস এমন বড় কিছু করবেন ভাবতেই পারেননি। মনির হোসেন নামে একজন বলেন, ‘ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস পঞ্চম। এসএসসি পাসের পর অর্থাভাবে আর পড়তে পারেনি। লেখাপড়া করতে পারলে আরও বড় কিছু হতো সে।


গতকাল দুপুরে মানিকগঞ্জের জাফরগঞ্জ চরে জুলহাসের প্লেন উড্ডয়ন দেখতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনসহ প্রচুর নারী-পুরুষ। জুলহাসের এ উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।