বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, তা দেশটির পদক্ষেপেই স্পষ্ট। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম *দ্য টাইমস অব ইন্ডিয়া* এক প্রতিবেদনে দাবি করেছে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন। প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ নেতা রাব্বি আলমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনা খুব শিগগিরই দেশের নেতৃত্বে ফিরবেন।
রাব্বি আলম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০২৪ সালে হাসিনা সরকারকে উৎখাতকারী ছাত্র বিদ্রোহ আসলে “সন্ত্রাসী বিদ্রোহ” ছিল। তিনি দাবি করেন, বাংলাদেশ বর্তমানে আক্রমণের সম্মুখীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা।
এদিকে বাংলাদেশের সাময়িক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ভারতকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও, ভারত কোনো ব্যবস্থা নেয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের নির্যাতন, অপহরণ ও হত্যার অভিযোগও রয়েছে। এখন দেশের জনগণ তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছে— বিচার হবে নাকি তিনি আবার ক্ষমতায় ফিরবেন, সেটাই দেখার বিষয়।