দেশে আনা হচ্ছে সাবেক সংসদ সদস্য হাসান মাহমুদের মরদেহ
দেশে আনা হচ্ছে সাবেক সংসদ সদস্য হাসান মাহমুদের মরদেহ এমন খবর ভাইরাল সত্যতা জানা যায় নি।
ওবায়দুল কাদেরের ‘মারা’ যাওয়ার খবর নিয়ে যা জানা গেছে
মারা গেছেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকার্ড।
তবে এক প্রতিবেদনে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।