২৩ বছরের বান্ধবীর সঙ্গে যৌন মিলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যুবক। এ ঘটনায় চাঞ্চল্য দেখা যায় ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ বছরের অজয় পার্তেকির। তার শরীরে মাদক সেবনের কোনো প্রমাণ মেলেনি।
জানা গেছে, পেশায় গাড়িচালক অজয়ের সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্ক ছিল ২৩ বছরের তরুণীর। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা ওই তরুণী পেশায় নার্স ছিলেন। ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল। পরে ধীরে ধীরে ভালোবাসা গভীর হয়। দুই পরিবার তাদের সম্পর্কের কথা জানতো। এমনকি অজয় নাকি গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ি গিয়েও হাজির হয়েছিলেন একবার। বিয়ে নিয়ে কোনো পরিবারের আপত্তি ছিল না। কিন্তু সাত পাকে বাঁধা পড়ার আগেই সব শেষ।
পুলিশ সূত্রে খবর, রোববার (৩ জুলাই) সাওনারের একটি লজে বিকাল ৪টা নাগাদ এক সঙ্গে গিয়েছিলেন অজয় ও তার প্রেমিকা। সেখানে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তারা। কিন্তু আধ ঘণ্টা পরই ঘটে বিপত্তি। মিলনের সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় গড়িয়ে পড়ে অজয়ের শরীর। সঙ্গে সঙ্গে লজের লোকজনদের খবর দেন তার প্রেমিকা। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত অজয়ের পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিন ধরে জ্বর ছিল অজয়ের। কিন্তু ওই দিন লজে গিয়ে বা তার আগে কোনো প্রকার মাদক সেবন করেননি তিনি। তার প্রেমিকাও জানিয়েছেন, অজয়কে কোনো ওষুধ কিংবা মাদক নিতে দেখেননি তিনি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ীও, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তত্ত্ব উঠে আসছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিরল ঘটনা হলেও সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়। তবে এত অল্প বয়সের ছেলেকে এভাবে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।