পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া ২৬ কর্মকর্তার মধ্যে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সাতজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
সাবেক ডিএমপি কমিশনারসহ ৭ পদস্থ কর্মকর্তাকে বদলি
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. মাইনুল হাসানসহ সাতজন পদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তর থেকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবু কালামকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ফজলুল করিমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি পদে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার, জিএমপির অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতি. ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।