গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলেন কৃষক, এরপর যা ঘটল

লালমনিরহাটের পাটগ্রামে নদীতে মাটি কাটতে গিয়ে পরিত্যাক্ত একটি গ্রেনেড পেয়ে এক মাস লুকিয়ে রাখার পর পুলিশের কাছে জমা দিয়েছেন লেবু মিয়া (৪৫) নামে এক কৃষক। গ্রেনেডটির ওজন আনুমানিক ৫০০ গ্রাম।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

সোমবার (২ ডিসেম্বর) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে আঘাত করে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে গত রোববার রাতে বুঝতে পারেন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।