মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার (২৪) হত্যাকাণ্ডে অভিযুক্ত পরকীয়া প্রেমিক মাহদী হাসানকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস। এর আগে, গতকাল রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহদী হাসান ঢাকা জেলার সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় বসবাস করতেন। এবং একটি মাদ্রাসায় পাঠদান করাতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৌতেরকান্দি এলাকায়। তিনি ওই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনে তানিয়া আক্তারের সঙ্গে পরিচয় হয় মাহদী হাসানের। এরপর থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক রূপ নেয় পরকীয়া প্রেমে। এরভিতর তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হন পরকীয়া প্রেমিক মাহদী। এ বিষয়টি নিয়ে দুজনের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরকিয়া প্রেমিক তানিয়া আক্তারকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে ২৫ নভেম্বর রাতে সাড়ে সাতটার দিকে প্রেমিক তানিয়ার শ্বশুর বাড়িতে আসে এবং তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরেরদিন তানিয়ার বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার মাহদী হাসানকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস।