১৪৪ ধারার কারণে বিএনপির সম্মেলন ১১ কিলোমিটার দূরে

১৪৪ ধারার কারণে বিএনপির সম্মেলন ১১ কিলোমিটা দূরে।
বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। পৌর এলাকায় প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে পূর্বনির্ধারিত স্থান থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে উজানচর ইউনিয়নের রাধানগর জামিয়া মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন হয়।

গতকাল বুধবার দুপুরে সম্মেলনের কাউন্সিলে প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌর বিএনপির তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

মেহেদী হাসান পলাশকে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভিপি এ কে এম মুসাকে সাধারণ সম্পাদক এবং এইচ জেড শুকরি সেলিমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। এমদাদুল হক সাইদকে পৌর বিএনপির সভাপতি, সালেহ মুসাকে সাধারণ সম্পাদক এবং মো. কামালকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। মেহেদী হাসান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এ কে এম মুসা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এমদাদুল পৌর বিএনপির আহ্বায়ক ও সালেহ মুসা সদস্য সচিব ছিলেন।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি থাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (আজ) পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে পৌর এলাকা থেকে ১১ কিলোমিটার দূরে উজানচর ইউনিয়নের রাধানগর জামিয়া মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা এ কে এম মুসা। স্বাগত বক্তব্য দেন মেহেদী হাসান।