আজকে স্বর্ণের সর্বশেষ দাম (৬ ডিসেম্বর)

আজকে স্বর্ণের দাম (৬ ডিসেম্বর)

০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯

স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। বাংলাদেশে স্বর্ণের দাম কত চলছে সে সম্পর্কে জানতে আগ্রহী সকলকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখের পণ্যটির দাম জানানো হলো।

সবশেষ রোববার (১ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজকে স্বর্ণের দাম

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১২ হাজার ২৮৯ টাকা।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ১৩৪ টাকা।

Indian gold prices today

আজ সোনার দাম
সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ০৬ ডিসেম্বর, ২০২৪ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৭৩১৫ টাকা, যা গত দিনের থেকে ০.২১ শতাংশ পরিবর্তিত হয়েছে।

কলকাতায় সোনার দাম

শুক্রবার (০৬ ডিসেম্বর, ২০২৪)
হলমার্ক সোনার গহনা
৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম
১ গ্রাম

৭৩১৫
+১৫
১০ গ্রাম

৭৩১৫০
+১৫০
খুচরো পাকা সোনা
৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম
১ গ্রাম

৭৭০০
+২০
১০ গ্রাম

৭৭০০০
+২০০
পাকা সোনার বাট
৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম
১ গ্রাম

৭৬৬০
+২০
১০ গ্রাম

৭৬৬০০
+২০০