শীতকালে শিশুদের যত্ন নেওয়া খুবই জরুরি। তাদের গোসল করার সঠিক নিয়ম ও উপায় জানা খুই গুরুত্বপূর্ণ। যদি ঠিকমতো গোসল না করানো হয়, তাহলে শিশুদের খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
তাই শিশুকে গোসল করানোর সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়। তা না হলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক— শীতে শিশুর গোসলের নিয়মকানুন।
• খেয়াল রাখতে হবে, শিশুর গোসলের স্থানটি যেন উষ্ণ হয়। সেখানে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে।
• গোসলের আগে শিশুর গায়ে প্রাকৃতিক কোনো তেল লাগানো যেতে পারে। তবে শিশুর ত্বকে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেল লাগানো উচিত নয়।
• পানি ঠান্ডা বা খুব গরম হওয়া উচিত নয়। কুসুম গরম পানিতে শিশুকে গোসল করানো উচিত। শিশুর গায়ে পানি দেওয়ার আগে হাতে লাগিয়ে দেখে নেওয়া উচিত খুব বেশি গরম কি না।
• শিশুকে বেশিক্ষণ ধরে গোসল করানো উচিত নয়। ৫ থেকে ১০ মিনিটের গোসলই শিশুর জন্য যথেষ্ট!
• শিশুকে গোসলের পর যে পোশাক পরানো হবে, সেটা হাতের কাছে থাকা উচিত, যেন মুছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিয়ে দেওয়া যায়।
• গোসল করার পরেই মাথা ও কান ভালো করে মুছে দিতে হবে। কানের ভেতরে যেন পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে।