ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফিঞ্জাল’

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি ঘনীভূত হয়ে চলতি সপ্তাহের শেষে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। তবে তারা বলছেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

অবশ্য ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আরো পড়ুন
নতুন আলুর কেজি ১০০ টাকা
নতুন আলুর কেজি ১০০ টাকা

আবহাওয়াবিদ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, বঙ্গোপসাগরে যে লঘুচাপ আছে, তা আরো ঘনীভূত হয়ে দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তা বাংলাদেশের ওপর আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।

এর আগে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৪ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সৌদি আরবের দেওয়া নামানুসারে এর নাম হবে ‘ফেনগাল’। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার ওপর আঘাত করার আশঙ্কা রয়েছে। এর সম্ভাব্য প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।